Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
দলিল রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় কাগজ-পত্র
Details

রেজিস্ট্রেশনের জন্য দলিল দাখিলের সময় নিম্নলিখিত কাগজপত্রের (প্রযোজ্য ক্ষেত্রে) মূল কপি প্রদর্শন করতে হবে এবং একসেট ফটোকপি এল,টি, নোটিশের সাথে (প্রযোজ্য ক্ষেত্রে) সংযুক্ত করে দাখিল করতে হবেঃ

১। সংশ্লিষ্ট জমির সি,এস,/এস,এ,/আর,এস (বি,আর,এস), নামজারী (খারিজ) খতিয়ানের মূল কপি অথবা সহি মোহরীয় নকল। (ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্র থেকে আবেদন করে জেলা প্রশাসকের রেকর্ড রুমের খতিয়ান সংগ্রহ করুন)

২। মাঠ পর্চা। (সংশ্লিষ্ট উপজেলার সেটেলমেন্ট অফিসারের কার্যালয় থেকে সংগ্রহ করুন)

৩। হাল সন পর্যন্ত ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধের রশিদ (দাখিলা)। [ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তার (তহশিল অফিস) কার্যালয় থেকে সংগ্রহ করুন]

৪। ওয়ারিশ সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)।

৫। প্রয়োজনীয় বায়া দলিল সমুহ (প্রযোজ্য ক্ষেত্রে)।

৬। জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদপত্র।

৭। দাতা/সম্পাদনকারী/গ্রহিতাগণের সদ্যতোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি (প্রযোজ্য ক্ষেত্রে)।

৮। TIN (টি, আই,এন) সার্টিফিকেট (প্রযোজ্য ক্ষেত্রে)।

Attachments
Publish Date
17/05/2019
Archieve Date
30/12/2021